একসঙ্গে পথ চলতে চান ‘তারা’
নিউজ ডেস্ক

ফাইল ছবি
জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তবে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে ড. কামালের সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান তিনি। তবে তারা দু’জন একসঙ্গে পথ চলতে চান।
বৃহস্পতিবার রাতে বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্ট ও ৭ দফা দাবির প্রতি সমর্থন জানান।
তিনি বলেন, কামাল হোসেন আমন্ত্রণ জানিয়েছিলেন। দেখা করলাম, অনেক বিষয়ে কথা হয়েছে। আমরা একসঙ্গে পথ চলতে চাই। তবে ঐক্যফ্রন্টে যোগ দেয়া না দেয়ার বিষয়ে কোনো কথা হয়নি।
এর আগে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। রাত ৮টায় ড. কামাল হোসেনের বাসায় যান তিনি।
গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিক নিউজওয়ানকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক ও সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম দেলোয়ার উপস্থিত ছিলেন।
আর ড. কামালের সঙ্গে বৈঠকে অংশ নেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ আ ম শফিক উল্লাহ।
বৈঠকের আগে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপেক্ষমান সাংবাদিকদের বলেন, ড. কামাল হোসেনের আমন্ত্রণে দলের সভাপতিসহ আমরা তার বাসায় এসেছি।
নিউজওয়ান২৪/জেডএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও