ঢাকা, ১৫ মে, ২০২৫
সর্বশেষ:

ইলিয়াস আলীকে নিয়ে যে দাবি তুললেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ২৫ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। এ সময় তারা বলেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ।

বুধবার দুপুরে সিলেটের রেজিস্ট্রি মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে সিলেট বিএনপির স্থানীয় নেতারা এসব কথা বলেন। তারা বলেন, আজ দেশে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, নেই বিচার বিভাগের স্বাধীনতা।

এ সময় বক্তারা বলেন, আপনারা দেখেছেন খালেদা জিয়াকে ফরমায়েশি রায়ে জেলে আটকে রাখা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠস্বর রোধ করা হয়েছে। তাই আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

এর আগে দুপুর ১ টা ৫৫ মিনিটে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সমাবেশটি শুরু হয়। এতে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্ব করেন।

সমাবেশে স্বাগত বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীশ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত