ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ইউনাইটেড হাসপাতাল থেকে তারেকের এপিএস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৪, ৪ জানুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর মতিঝিল থেকে ৮ কোটি টাকা উদ্ধারের মামলায় নুরুদ্দিন অপুকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-১। 

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১ অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাশেম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস মিয়া নুরুদ্দিন অপু হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।  

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নুরুদ্দীন অপু ওই হাসপাতালের ৫০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। তাকে অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি শরীয়তপুর ৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। 

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টার থেকে টাকাসহ ব্যবসায়ী আলী হায়দার ও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। 

গ্রেফতারের পর মতিঝিলের সিটি সেন্টারে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন,  গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে নগদ আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে টাকা পাঠাচ্ছিল তারা।

সর্বশেষ মিয়া নুরুদ্দীন অপুকে সাড়ে তিন কোটি টাকা পাঠানোর তথ্যপ্রমাণ পেয়েছে র‍্যাব।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন