ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ২ আগস্ট ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের তৃতীয়বারের মতো হারিয়ে সবার আগে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

এসেক্সে বৃহস্পতিবার টুর্নামেন্টের অষ্টম ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৭২ রানে। 

প্রথমে ব্যাট করে তানজিদ হাসান তামিমের ১১৭ রানের পরও ৪৭ ওভার ১ বলে বাংলাদেশ অলআউট হয়েছিল ২২৪ রানে। জবাবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৩৯ ওভারে গুটিয়ে যায় ১৫২ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানেই ফিরে যান পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়কে নিয়ে ১০৮ রানের বড় জুটি গড়েন তানজিদ। জয় ৪১ রানে ফিরলে ভাঙে এ জুটি। তানজিদ সেঞ্চুরি করে আউট হলে ধস নামে বাংলাদেশের ইনিংসে। মাত্র ২০ রান তুলতেই হারায় শেষ ৮ উইকেট।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ড তাই জয়ের সম্ভাবনাও জাগাতে পারেনি কখনো। ৫১ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল। সেখান থেকে দেড়শ পেরিয়েছে মূলত জ্যাক হেইন্সের ৪০ ও ফিনলে বিনের ৩০ রানের সুবাদে।

৮ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশের রকিবুল হাসান। ৩ উইকেট নেন তানজিদ হাসান সাকিবও, ২৮ রানে। শাহিন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ২টি করে উইকেট।

নিউজওযান২৪.কম/আ.রাফি

খেলা বিভাগের সর্বাধিক পঠিত