ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

আশরাফুলের করোনা শনাক্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ২৯ মার্চ ২০২১  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শুরুর আগের দিন রবিবার তার দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে আশরাফুল ঢাকার একটি হোটেলে আইসোলেশনে আছেন।

সোমবার (২৯ মার্চ) রাজশাহী বিভাগের বিপক্ষে বিকেএসপিতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবে আশরাফুলের বরিশাল। রবিবার রাত ৯টায় দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ এলে ম্যাচে দেখা যেতে পারে তাকে। ৩৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান বলেছেন, কাল (২৭ মার্চ) টেস্ট করানো হয়েছিল। পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই, ভালো আছি। দ্বিতীয়বার পরীক্ষা করানো হয়েছে, রিপোর্ট পাইনি। এই পরীক্ষায় নেগেটিভ আসলে কাল খেলবো।

এদিকে, দ্বিতীয় পরীক্ষাতেও করোনামুক্ত হতে পারেননি সাদমান ইসলাম। টুর্নামেন্ট শুরুর আগেই ভাইরাসটি শনাক্ত হয়েছিল তার। নিজ বাসায় আইসোশলেনে আছেন তিনি। 

খেলা বিভাগের সর্বাধিক পঠিত