আলীর গ্লোভস ক্যাস্ত্রোর চুরুট নিলামে
খেলা ডেস্ক

সেই চুরুটের বাক্স -ফাইল ফটো
অনুষ্ঠানের অপেক্ষায় থাকা এক নিলামে কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর গ্লোভস আর তার বন্ধুর সংগ্রহে থাকা মহান বিপ্লবী ফিদেল ক্যাস্ত্রোর স্বাক্ষর করা এক বাক্স সিগার নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
১৯৭০ সালে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন্সের লড়াইয়ে অস্কার বোনাভেনার বিরুদ্ধে যে গ্লোভস পড়ে লড়েছিলেন আলী তাই উঠছে এবারের নিলামে। ওই লড়াইয়ে আলীর কাছে পরাজিত হন অস্কার। নিলাম আয়োজক জুলিয়েন আশা করছেন সর্বকালের শ্রেষ্ঠ বক্সার আলীর গ্লোভসজোড়া ৬০ হাজার ডলারের বেশিতে বিকোবে।
নিলামের অপর আগ্রহের বস্ত হচ্ছে এক বাক্স হাভানা সিগার যাতে স্বাক্ষর করা আছে সদ্য প্রয়াত কিউবান বিপ্লবী মহীরুহ কমরেড ফিদেল ক্যাস্ত্রোর।
১৯৯৮ সালে জকল্যাণমূলক কাজের সূত্রে ক্যাস্ত্রোর সঙ্গে দেখা করতে দীর্ঘদিনের বন্ধু আলোকচিত্রী হাওয়ার্ড বিংহামসহ কিউবা সফর করেন মোহাম্মদ আলী। সেসময় তাদের নিজের স্বাক্ষর করা নিজের অতিপ্রিয় বিখ্যাত হাভানা চুরুটের বক্সটি উপহার দেন ক্যাস্ত্রো (পরে অবশ্য ক্যাস্ত্রো নিজেই ধূমপান ছেড়ে দেন)।
জুলিয়েনের মতে- সদ্য প্রয়াত কিউবান নেতার স্বাক্ষর থাকায় চুরুটের বাক্সটি নিলামে ব্যাপক আগ্রহের বস্তুতে পরিণত হবে।
নিলামে আরও থাকবে ১৯৭৪ সালে আফ্রিকার জায়ারে অনুষ্ঠিত অপর হেভিওয়েট চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ারের বিরুদ্ধে আলীর ঐতিহাসিক লড়াই "রাম্বল ইন দ্য জাঙ্গল"- এ ব্যবহার করা মাউথগার্ড যাতে রয়েছে তার স্বাক্ষর। ফ্রেজিয়অরকে হারানোর স্মৃতিধন্য এই মাউথগার্ডের দাম পাঁচ হাজার ডলারের উপরে থাকবে বলে আশা নিলামকারীদের।
নিলামপণ্যে আরও থাকবে ফুটবল কিংবদন্তী পেলের ব্যহৃত একটি স্পোর্টস শার্ট যা তিনি পড়েছিলেন ১৯৭১ সালে সান্তোস-চেলসিয়া ম্যাচে। পেলের এই শার্টটির দাম আট হাজার ডলারের ওপরে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
"আইকনস অ্যান্ড আইডলস: স্পোর্টস ২০১৬" নামের এই নিলামটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আগামী শনিবার। নিলামে বেসবল থেকে রেসিং পর্যন্ত খেলাধূলার জগতের বিভিন্ন রথী-মহারথীর স্মৃতিধন্য পাঁচ শতাধিক স্মৃতিস্মারক স্থান পাবে।
তবে এসবের মধ্যে আলীর লড়াইয়ে অংশ নেওয়া গ্লোভস আর ক্যাস্ত্রোর স্বাক্ষর করা চুরুটের বক্স আগ্রহের কেন্দ্রে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
দূরারোগ্য পার্কিনসন্স রোগের সঙ্গে দীর্ঘকালের লড়াই শেষে গত জুনে ৭৪ বছর বয়সে মারা যান মোহাম্মদ আলী। এমিরেটস২৪৭.কম, বিজনেসটাইমস.কম
নিউজওয়ান২৪.কম/একে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল