ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

আব্বাসের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ৬ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

ঢাকা-৯ আসনের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার দুপুরে  হাইকোর্টের আদেশে মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে মির্জা আব্বাসকে নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়।

এর আগে  গত ২৮ নভেম্বর নির্ধারিত সময়ের পর ঢাকা-৯ আসনে মির্জা আব্বাসের পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র জমা দিতে যান। কিন্তু তা নিতে জমা নিতে অস্বীকৃতি জানান রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা। সমর্থকদের অভিযোগ, মির্জা আব্বাসের ছবি দেখেই শেষদিনে মনোনয়নপত্র জমা নিতে গড়িমসি করেন তারা। তবে নির্বাচনী কর্মকর্তারা দাবি করেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পর মনোনয়নপত্র জমা দিতে আসায় তা জমা নেয়া সম্ভব হয়নি। 

পরে ১ ডিসেম্বর মির্জা আব্বাসের মনোনয়পত্র নির্বাচন কমিশন অফিসে জমা দেয়া হয়। এরপর নিয়ম অনুযায়ী ২ ডিসেম্বর মনোনয়নপত্রটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর কথা থাকলেও তা করা হয়নি। ফলে ওই মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্নের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট করা হয়।

এরপর  গত মঙ্গলবার হাইকোর্ট জেলা রিটার্নিং অফিসারকে ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্দেশ দিলে রিটার্নিং অফিসার ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন। ওই আপিল শুনানি শেষে আজ বৃহস্পতিবার মির্জা আব্বাসের মনোনয়নপত্র ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাইয়ে জন্য হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন