আকিব না চামিন্দা- কে হচ্ছেন টাইগারদের পরবর্তী বোলিং কোচ?
নিউজওয়ান২৪.কম ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপএল) গুজরাত লায়ন্সের বোলিং কোচের দায়িত্ব পালনের সময়েও বাংলাদেশ দলের পেস বোলারদের খবর সব সময় রেখেছেন হিথ স্ট্রিক। ই-মেলে মাশরাফি, আল আমিন, তাসকিনদের দিয়েছেন পরামর্শ। তার প্রিয় শিষ্য মুস্তাফিজুর রহমান খেলছেন সানরাইজার্স হায়দারাবাদে। একই সঙ্গে তাকে গাইড করার দায়িত্বও নাকি পালন করেছেন স্ট্রিক।
গত ২ বছরে বাংলাদেশ দলের ভয়ঙ্কর পেস ইউনিট গড়ে তোলার এই কারিগরের ঢাকায় ফেরার কথা ছিল আইপিএলে গুজরাত লায়ন্সের মিশন শেষে। কিন্তু ঢাকায় আসা হচ্ছে না তার। ভারতের ন্যাশনাল অ্যাকাডেমির বোলিং কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে স্ট্রিকের। অফারটা ঝুলছে বলেই বাংলাদেশে আসা হচ্ছে না তার।
গত বৃহস্পতিবার বিসিবিকে ই-মেলে জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, “বাংলাদেশে আর আসা হচ্ছে না তার। পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন তিনি।” বছরে ২০০ দিনের অ্যাসাইনমেন্ট দু’বছরে ৪০০ দিন পেরিয়েছে মেয়াদ পূর্তির ২ মাস আগেই। টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার আগেই পেরিয়ে গেছে সে মেয়াদ। এমনকী, ওই মেয়াদ পেরিয়ে বাড়তি বেশ ক’দিন দলের সঙ্গে কাটিয়েছেন স্ট্রিক। পাশাপাশি আইপিএল, বিপিএলে কোচিংয়ের সুযোগ থাকার পরও বাংলাদেশ দলের বোলিং কোচের মায়া হিথ স্ট্রিক ছেড়ে দেওয়ায় এখন তার বিকল্প খুঁজতে তৎপর হয়েছে বিসিবি।
বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ শ্রীলঙ্কান চম্পকা রমানায়েকে, ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ ছাড়া, শ্রীলঙ্কার চামিন্দা ভাস এবং পাকিস্তানের আকিব জাভেদ আছেন বিসিবি’র পছন্দের তালিকায়। তবে শ্রীলঙ্কা ক্রিকেট অ্যাকাডেমির হেড কোচ রমানায়েকের চুক্তি ২ বছরের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাড়িয়ে দেওয়ায় তার আশা ছেড়েই দিতে হচ্ছে বিসিবিকে। অপরদিকে, বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব নিতে ইচ্ছুক নন, ক’দিন আগে তা জানিয়ে দিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। তবে ২০১৫ সালের এপ্রিলে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ায় চামিন্দা ভাসকে চাইলেই পাবে বিসিবি।
ধারণা করা হচ্ছে, কোচিং স্টাফ বেছে নেওয়ার ক্ষেত্রে হেড কোচ হাতুরুসিংহের মতামত নিলে চামিন্দা ভাসের নামটিই গুরুত্ব পাবে। কারণ, এর আগে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে শ্রীলঙ্কার মারিও ভিল্লাভারানকে বিসিবি ২ বছরের জন্য নিযোগ দিয়েছে হাতুরুসিংহেরই প্রেসক্রিপশনেই। ইংলিশ ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে বেছে নেওয়ার ক্ষেত্রেও নাকি হাতুরুসিংহের পছন্দকে বিসিবি গুরুত্ব দিয়েছে।
তবে চলতি বছরের এপ্রিলে আরব আমিরাতের ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছেড়ে এখন ফাঁকা থাকায় পাকিস্তানের প্রাক্তন পেসার আকিব জাভেদকেই নাকি বিসিবি’র বেশি পছন্দ। তার সঙ্গে নাকি প্রাথমিক আলাপও সেরে ফেলেছে বোর্ড। বিসিবি’র একটি সূত্রের দাবি, “আকিব জাভেদকেই পেয়ে যাব আমরা।”
এ অবস্থায় ২২ টেস্ট এবং ১৬৩ ওয়ানডে ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন কোচ আকিব জাভেদ না ৩৫৫টি টেস্ট এবং ৪০০ ওয়ানডে উইকেট শিকারী বাঁহাতি পেস বোলার চামিন্দা ভাস- পরবর্তী কোচ কে তা নিশ্চিত হতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আর কয়েক দিন। আনন্দবাজারপত্রিকা
নিউজওয়ান২৪.কম/এসএল
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল