ঢাকা, ১৫ মে, ২০২৫
সর্বশেষ:

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০০, ৬ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম আগামী ৯ নভেম্বর (শুক্রবার) থেকে বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। 

দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রে আরও জানা গেছে, মনোনয়ন ফরম বিক্রির জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী কার্যালয়েও সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা রাখার জন্য গত ৫ নভেম্বর ( সোমবার) আট বিভাগের জন্য আটটি নতুন ট্রাংক কেনা হয়েছে এবং সেগুলো মনোনয়ন বিক্রি ও জমাদানের রুমে রাখা হয়েছে। এছাড়া নির্বাচনী অফিসের পুরনো অসম্পূর্ণ রুমগুলোও নতুন করে সাজানো হয়েছে।

সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তফসিল ঘোষণার পরপরই মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কাজ গুছিয়ে নিতে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৌখিক নির্দেশনা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে কার্যালয়ের সংশ্লিষ্টদের যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের।

উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ৮ নভেম্বর ( বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত