ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২১  

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি ঘোষণা

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি ঘোষণা

মো. রাজিব পারভেজ ও এরিক মোরশেদকে সদস্য হিসেবে রেখে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি অনুমোদন করেছেন।

কমিটিতে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানকে চেয়ারম্যান এবং সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানকে সদস্যসচিব করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এই উপকমিটির সদস্যরা হলেন- মো. রাজিব পারভেজ, এস এম সাইফুল্লাহ আল মামুন, ড. কানিজ আকলিমা সুলতানা, এরিক মোরশেদ, ফাওজিয়া হক, এস এম জাহাঙ্গীর হোসেন, ড. আবদুর রশিদ সরকার, ড. মোরশেদ হোসেন, মো. এরশাদুল হক এরশাদ, মোস্তাফিজুর রহমান নীলু, শেখ সেলিম রেজা, ইউসুফ খান, অ্যাডভোকেট নাভানা আক্তার, সাইফুদ্দিন আহমেদ ভূঁইয়া নাসির, চৌধুরী ইয়ামিন আনাম, মো. ফয়েজ উল্লাহ, তসলিম উদ্দিন রানা, এম সদরুল আহমেদ খান, মো. শফি উদ্দিন, জাফরুল।

আরো আছেন- শাহরিয়ার জুয়েল, মো. আব্দুস সালাম খান, ড. শেখ মো. জাহাঙ্গীর আলম (বুলবুল), শরীফ জহির, মোহাম্মদ নুরুল আমিন ফকির (সাগর), আমিন হেলালী, পূর্বাণী রায়, মো. মিনহাজ উদ্দিন (সোহাগ), মো. রাকিবুল হক, এম এ রাজ্জাক খান রাজ, এম হক বাবু, এম এম কামরুজ্জামান কাফী, মো. আকতার হোছাইন (মিন্টু), ড. মো. আশিকুর রহমান বিপ্লব, সাবিনা আখতার শিউলি, তানজিলা আক্তার আইরিন।

আরও পড়ুন