ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

অসুস্থ খালেদা জিয়া খেতে পারছেন না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ১৯ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

কারাবন্দি  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার রক্ত পরীক্ষা করানোর কথা ছিল। কিন্তু করানো হয়নি। আজ সকালে বমিও করেছেন। কিছুই খেতে পারছেন না।’

মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের একথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, চিকিৎসা না দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন অবনতি ঘটছে।

খালেদা জিয়ার অসুস্থতার কারণে বকশিবাজারের আলীয়া মাদরাসা মাঠের পরিবর্তে কারাগারেই বিশেষ আদালত বসানো হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলার শুনানি এখানেই অনুষ্ঠিত হয়েছে।

মামলার অন্যতম আসামি খালেদা জিয়া আজকের শুনানিতে উপস্থিত ছিলেন। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আদালতে উপস্থিত ছিলেন।

শুনানি শেষে জেলগেটের বাইরে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় খালেদা জিয়া ভুগছেন। তিনি ঘাড়টাও চেয়ারের সঙ্গে সোজা রেখে বসতে পারছেন না। তার চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। তার যে চিকিৎসকরা রয়েছেন, তাদের দিয়ে অবিলম্বে তার চিকিৎসা করানো দরকার। নইলে যে কোনো সময় তার অসুস্থতা তীব্র হয়ে যেতে পারে।

পরে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল শুনানি শেষে বের হলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হয় তাকে। তিনি উত্তরে বলেন, আদালত তো উনাকে (খালেদা জিয়া) চিকিৎসা দেওয়ার আদেশ দিয়েছেন। কিন্তু উনিই তো চিকিৎসা নিতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে) যান না। উনি চিকিৎসা নিতে না চাইলে আমাদের কিছু করার নেই।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন