ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

অর্থমন্ত্রী কে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৮, ১ জানুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। হিসেব নিকেশ এখন সরকার গঠন নিয়ে। আলোচনার শীর্ষে অর্থমন্ত্রীর পদ। কে হচ্ছেন অর্থমন্ত্রী?

এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজনীতি থেকে অবসর নিয়েছেন। এমনকি তিনি অংশ নেননি নির্বাচনেও। তাই অর্থমন্ত্রীর পদে দায়িত্ব নিবেন নতুন কেউ। এক্ষেত্রে অতীত ও বর্তমান বিবেচনায় সামনের তালিকায় আছে বেশ কয়েকটি আলোচিত নাম।

তারা হলেন- পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি নবনির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, বর্তমান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

তবে আলোচনার কেন্দ্রে আছেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কারণ সরকারের বিগত মেয়াদে মন্ত্রণালয়সহ সব ক্ষেত্রেই তিনি অবস্থান দৃঢ় করেছেন। আবার অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নানও সম্ভাবনার শীর্ষে অবস্থান করছেন। কারণ আগেই এমন এক আভাস দিয়েছিলেন মুহিত।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই গেজেট জারি করবে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান মতে, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করতে হবে।

নিউজওয়ান২৪/জেডএস

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত