NewsOne24

‘তোমরা ভালো থেকো’ নারী ব্যাংকারের শেষ কথা... (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় প্রাইম ব্যাংক কার্যালয়ে কর্মরত অবস্থায় সোমবার মৃত্যু হয় গহর জাহানের। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

ভিডিওটি দেখার পর অনেকেই সমবেদনা জানিয়েছেন। হঠাৎ এমন করে মৃত্যু গহরের পরিবারেও এনে দিয়েছে শোক।

কাজ করার সময় অফিসে নারী ব্যাংকারের মৃত্যুর ভিডিও দেখুন...

৪৪ বছর বয়সী গহর বিয়ে করেননি। অনার্সে থাকতে হয়েছে তার ওপেন হার্ট সার্জারী। ফলে দেখতে সুশ্রী থাকা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসতে পারেননি তিনি। ৫ ভাই তিন বোনের মধ্যে বোনদের সবার ছোট ছিল গহর। থাকতেন ভাইদের সঙ্গেই।

গহরের ছোট ভাই তথ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালক মো. মারুফ নাওয়াজ বলেন,  ঘটনার দিন সকালে আমার স্ত্রীর সঙ্গে একত্রে নাস্তা করেছিলেন আপু। এসময় তিনি বলেছিলেন, আমার বাচ্চারা কই। আজ আমার মিটিং আছে একটু আগে যেতে হবে। তোমরা ভালো থেকো। এটাই ছিল আমাদের সঙ্গে তার শেষ কথা।

নিউজওয়ান২৪.কম/এমজেড