NewsOne24

চলছে ‘ইটের জবাবে পাটকেল’: এবার ভারতীয় কূটনীতিক খেদাচ্ছে পাকিস্তান

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:১১ এএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার

এটা যেন হওয়ারই ছিল। গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারত এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায়। এর জবাবে পাল্টা ব্যবস্থা হিসেবে এক ভারতীয় কূটনীতিককে পাকিস্তান ছাড়তে বলেছে ইসলামাবাদ।

ভারত-পাকিস্তানের মিডিয়া গত বৃহস্পতিবার জানায়, মাহমুদ আখতার নামে পাকিস্তান অ্যাম্বেসির ভিসা কর্মকর্তাকে ভারত ত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে দিল্লি।

বৃহস্পতিবারই ইসলামবাদ ভারতীয় হাইকমিশনে দায়িত্বরত সুরজিত সিংকে অবাঞ্চিত ঘোষণা করে দ্রুত পাকিস্তান ত্যাগের নির্দেশ দেয়। ডন.কম জানায়, পাকিস্তানি পররাষ্ট্র সচিব ভঅরতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে এ সিদ্ধান্তের কথা জানায়।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সর্বজিৎ প্রতিষ্ঠিত কূটনৈতিক শিষ্টচার লংঘন করেছেন যা ভিয়েনা চুক্তির বরখেলাপ।

২৯ অক্টোবরের মধ্যে সপরিবারে সর্বংজিৎকে পাকিস্তান থেকে সরিয়ে নিতে বলেছে ইসলামাবাদ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানায়, গত বুধবার ওই পাকিস্তানি কূটনীতিক আখতারকে আটক করা হয় অকূটনৈতিকসুলভ কর্মাণ্ডের দায়ে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিভিন্ন এলাকার অবস্থানগত তথ্য সম্বলিত কাগজপত্র।

আরও পড়ুন ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি কূটনীতিক আটক

একই ঘটনায় মাওলানা রমজান ও সুভাস জাঙ্গির নামে দুজন ভারতীয়কেও আটক করা হয়। তারা মাহমুদ আখতারের কাছে তথ্য পাচার করতো বলে অভিযোগ করেছে ভারতীয় পুলিশ।

এ ঘটনার প্রতিক্রিয়ায় দিল্লিস্থ পাকিস্তান হাইকমিশন জানায়, দিল্লি কর্তৃপক্ষের এ আচরণ ১৯৬১ সালের ভিয়েনা চুক্তির লংঘন।

দিল্লিতে নিযু্ক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আব্দুল বাসিত বলেন, কূটনৈতিক মর্যাদার হানি করে এমন কাজ পাকিস্তান কখনো করে না। এরপর ওই দিনটি পার হওয়ার আগেই ভারতীয় কূটীনৈতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিল পাকিস্তান।

নিউজওয়ান২৪.কম/এসকে