ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া প্লেনের কেউ বেঁচে নেই
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

ছবি সংগৃহীত
ইন্দোনেশিয়ার উত্তর জাভা দ্বীপের কাছে সমুদ্রে বিধ্বস্ত হওয়া প্লেনের কোন আরোহী বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা।
উদ্ধারকারী সংস্থার অপারেশনাল ডিরেক্টর সূর্য বামবাং জানিয়েছেন, লায়ন এয়ারলাইন্সের প্লেনের ১৮৯ জন আরোহী ছিলেন এবং এদের কেউ বেঁচে নেই বলেই মনে হচ্ছে। কারণ অনেকের লাশ বহুদূরে পাওয়া গেছে। এখন আমাদের জন্য প্রয়োজন হচ্ছে প্লেনের মূল ধ্বংসাবশেষ খুঁজে বের করা।
সোমবার সকালে রাজধানী জাকার্তা থেকে সুমাত্রা দ্বীপের পাংকাল পিনাং শহরে যাওয়ার সময় বোয়িং ৭৩৭ প্লেনটি ওড়ার ১৩ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।
এসময় প্লেনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১,১১৩ মিটার উপরে ছিল। সমস্যা বুঝতে পেরে পাইলট আবার প্লেনটি নিয়ে ফিরে আসতে চেয়েছিলেন এবং কন্ট্রোল টাওয়ার তাকে সে অনুমতিও দিয়েছিল কিন্তু এরপরই তিনি যোগাযোগ হারিয়ে ফেলেন।
বিধ্বস্ত প্লেনটি বোয়িংয়ের সর্বাধুনিক মডেলের
নিউজওয়ান২৪/এমএম