নির্বাচনে অংশ নিতে চায় ২০ দল
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। অথচ এ জোট দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে জোট প্রধানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মুলতবি বৈঠকে আগামী নির্বাচনে অংশ নেয়ার পক্ষেই বেশির ভাগ নেতারা মত দেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত থাকা একাধিক নেতা নিউজওয়ান২৪-কে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জোটের সার্বিক ও সাংগঠনিক অবস্থা বিবেচনা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার পক্ষেই মত দিয়েছেন বেশির ভাগ নেতা।
বর্তমান পরিস্থিতিতে আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি নেই জোটের দাবি করে তারা বলেন, নির্বাচনে না গিয়ে আসলে এই মুহুর্তে ২০ দলের সামনে কোনো পথ খোলা নেই।
সারাদেশে লাখ লাখ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা ও নেতৃত্ব সংকটের কারণেই সরকারের সঙ্গে নির্বাচনী সমঝোতার পথকেই বেছে নিয়েছে ২০ দলের নেতারা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দল অংশগ্রহণ করছে কি না- জানতে চাইলে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বলেন, আগামী নির্বাচনে ২০ দলীয় জোট অংশ নিবে কি না, তা আগামী দু দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে।
ডিএলের সভাপতি সাইফুদ্দিন আহমেদ মনি নিউজওয়ান২৪-কে বলেন, আগামী নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে তা অল্প সময়ের মধ্যে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বৃহৎ আলোচনা হয়েছে। তবে পরে সিদ্ধান্ত জানানো হবে।
বৈঠকে ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের আব্দুল হালিম, এলডিপির কর্নেল অলি আহমেদ, বিজেপির আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপার তাসমিয়া প্রধান, খেলাফত মজলিসের মাওলানা ইসহাক, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদ, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জমিয়তে উলামায়ে ইসলামের নূর হোসেন কাসেমী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব প্রমুখ।
এর আগে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বেলা পাঁচটার দিকে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
স্থায়ী কমিটির বৈঠক শেষে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। এরপর রাতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে একই বিষয়ে বৈঠকে বসেন দলটির হাইকমান্ড।
নিউজওয়ান২৪/জেডএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)

ডেটিং অ্যাপে প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক
টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের
চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে