ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:

খালেদাকে বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হবে বিকেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৪, ৬ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হচ্ছে। শনিবার বিকেল ৩টার পর তাকে হাসাপাতালে নেয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের পর খালেদা জিয়াকে হাসপাতালে আনা হতে পারে। 

তিনি আরো বলেন, যেকোনো ভিআইপি বা ভিভিআইপি রোগীদের চিকিৎসার জন্য আমরা সবসময় প্রস্তুত। খালেদা জিয়াকেও আজ নিয়ে আসা হলে আমরা তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবো।

বিএসএমএমইউ সূত্রে আরো জানা গেছে, খালেদা জিয়ার জন্য দুইটি ভিআইপি কেবিন (৬১১ ও ৬১২) রেডি করা হচ্ছে।

এদিকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানান, বিকেল ৩ টার পর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে।

অন্যদিকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের গাড়িসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত