ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

সাংগঠনিক কার্যক্রম সীমিত করতে হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ৩ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে ক্যাম্পেইন করে জনগণের মাঝে করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন থেকে ঘরোয়াভাবে, সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

শুক্রবার (২ এপ্রিল) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রয়াত মো. শাজাহানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান ওবায়দুল কাদের। 

এসময় তিনি বলেন, আওয়ামী লীগে সুবিধাভোগী কর্মীদের দরকার নেই। দরকার শাজাহানের মতো নিবেদিত কর্মীদের। বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যবোধ ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শাজাহানের মতো কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। দুঃসময়ে যখন কেউ থাকে না, তখন শাজাহানের মতো নিবেদিত কর্মীরাই পাশে থাকেন।  
 
এর আগে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রয়াত এইচ টি ইমামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত