সংলাপের সাফল্য নিয়ে এরশাদের সংশয়
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
প্রধানমন্ত্রীর সঙ্গে ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ সফল হবে না বলে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, তারা প্রধানমন্ত্রীর পদত্যাগসহ যে দাবি তুলেছেন তা সরকার মেনে নিতে পারবে না।
বৃহস্পতিবার এই সংলাপ শুরু হচ্ছে। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের চিঠি পাওয়ার পর জাপা চেয়ারম্যান তার সংশয়ের কথা জানান।
এদিকে সংলাপ সফল হবে না জেনেও এতে যোগ দিচ্ছেন সংসদে প্রধান বিরোধী দলের চেয়ারম্যান। আর এই আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এরশাদ পেয়েছেন।
ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন এবং বিকল্পধারার একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মতোই এরশাদের চিঠির পর প্রধানমন্ত্রী তাতে দ্রুত সাড়া দেন।
সংলাপে যোগ দিতে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীকে চিঠি দেন এরশাদ। সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবাহন গোলাপ এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন পাল্টা চিঠি তুলে দেন জাপা চেয়ারম্যানের হাতে।
চিঠি পাওয়ার পর এরশাদ বলেন, আগামী সোমবার তার নেতৃত্বে দলের ২০ সদস্যের একটি দল সংলাপে অংশ নেবে। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনে গেলে তা গ্রহণযোগ্য হবে। বিএনপি নির্বাচনে আসলে জাপা জোটবদ্ধ হবে। আর বিএনপি নির্বাচনে না আসলে তিনশ আসনে জাপা প্রার্থী দেবে।
এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় জাতীয় পার্টি চেয়ারম্যানের সংলাপের আগ্রহ প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে প্রধানমন্ত্রীর সংলাপের দ্বার সব সময় উন্মুক্ত আছে।
নিউজওয়ান২৪/জেডএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও