লুকোচুরি কাটিয়ে ফিরলেন এরশাদ
যাহিন ইবনাত
ফাইল ছবি
শঙ্কা, ধোঁয়াশা ও অসুস্থতায় ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তবে সব কিছু কাটিয়ে দলীয় সাক্ষাৎকার অনুষ্ঠানে ফিরলেন তিনি। আজ মঙ্গলবার সকালে গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ গ্রহণ অনুষ্ঠানে সকাল ১১টা ৪৫ মিনিটে উপস্থিত হন এরশাদ। এসময় তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
এর আগেই মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মী ও পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা উপস্থিত হন।
গতকয়েক দিন ধরেই জাপা এবং রাজনীতি পাড়ায় এরশাদের অসুস্থতা এবং বাড়ি না ফেরা নিয়ে গুঞ্জন চলছিলো। তিনি গত বৃহস্পতিবার রাতে অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হন। শনিবার রাতে তিনি হাসপাতাল চিকিৎসা শেষে বাসায় ফেরেন। কিন্তু ওই সময় বাড়িধারার প্রেসিডেন্ট পার্কে ফেরেননি তিনি।
২০১৪ সালের আগের নির্বাচনের মত এবারো এই নিয়ে প্রশ্ন দেখা দিলে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, তাকে গুলশানের অন্য একটি বাসায় রাখা হয়েছে। কিন্তু কেন তাকে অন্য বাসায় রাখা হয়েছে এ বিষয়ে তিনি জানান, তার বিশ্রামের প্রয়োজন রয়েছে।
প্রেসিডেন্ট পার্কে পার্টির নেতাকর্মীরা ভিড় জমায় এ কারণে তাকে অন্য বাসায় রাখা হয়েছে। গতকাল রাতেও তিনি প্রেসিডেন্ট পার্কের বাসায় ফিরেননি।
এদিকে এরশাদের মহাজোটে থাকা কিংবা ৩০০ আসনে নির্বাচন করা নিয়েও নানক গুঞ্জন দেখা দিয়েছে। মনোনয়ন সাক্ষাৎকার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত আছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সুনীল শুভ রায়, আলহাজ্ব আতিকুর রহমান ও মুজিবুর রহমান সেন্টু, সৈয়দ আবু হোসেন বাবলা, ফকরুল ইমাম এমপি, এ্যাড. মুজিবুর রহমান চুন্নু এবং মশিউর রহমান রাঙা।
আর দলীয় মনোনয়ন গ্রহণকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত ৭০০ জন প্রার্থী উপস্থিত আছেন বলে জানা গেছে।
নিউজওয়ান২৪/জেডআই
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)

দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা
টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের
চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে