ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ:

যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ০৮:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২০  

সাধের মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে-ছবি: সংগৃহীত

সাধের মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে-ছবি: সংগৃহীত


বাঙালিদের ভাতে কিংবা পোলাও সঙ্গে মাছ ছাড়া চলেই না। আর এ মাছে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। কিন্তু এই মাছ নিয়ে সমস্যা শুধু এক জায়গায়। সেটা হলো তার কাঁটা। 

সাধের মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।

আপনার গলায় মাছের কাঁটা বিঁধলে কোনো চিন্তা নেই। ডাক্তারের কাছে যেতে হবে না। পবিত্র কোরআনের আয়াতের আমল ও ফজিলতেই তা চলে যাবে ইনশাল্লাহ! দেখুন-

আপনি পবিত্র হয়ে নিচের দোয়াটি বিসমিল্লাহসহ পড়ুন আর ঢোক গিলতে থাকুন অথবা হাতের আঙ্গুল দিয়ে আলতো করে মালিশ করবেন কাটা চলে না যাওয়া পর্যন্ত। ইনশাল্লাহ! কিছুক্ষণের মধ্যে কাঁটা চলে যাবে।

দোয়াটি হলো-

فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ

উচ্চারণ: ‘ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।’

অর্থ: অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয়।

(সূরা: আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৮৩)।

নিউজওয়ান২৪.কম/এমজেড