বিকেলে জামালপুর যাচ্ছেন এরশাদ
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
আজ শনিবার (৩ নভেম্বর) জামালপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। একইসঙ্গে তিনি ইসলামপুর আসনে জাতীয় পার্টির প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। এর মধ্য দিয়ে তিনি নির্বাচনি প্রচারের সূচনা করবেন বলে মনে করছেন স্থানীয় নেতারা।
এরশাদের আগমন উপলক্ষে শুক্রবার (২ নভেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে নেতারা বলেন, এরশাদ ঢাকা থেকে হেলিকাপ্টারে করে শনিবার বেলা পৌনে ৩টায় ইসলামপুরের গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামবেন। এরপর ওইখানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ সাত্তার ও মেজর (অব.)খালেদ আখতার এবং প্রধান বক্তা হিসেবে পার্টির মহাসচিব সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এরশাদের আগমন উপলক্ষে জনসভা মঞ্চ তৈরি এবং লাঙল প্রতীক সম্বলিত তোরণ, ব্যানার-ফেস্টুন লাগানোসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা সফল করতে ইতোমধ্যে ইসলামপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নে ব্যাপক প্রচার চালানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের ধারণা, জনসভায় দলের চেয়ারম্যান ইসলামপুর আসনে জাতীয় পার্টির একক প্রার্থী মোস্তফা আল মাহমুদকে পরিচয় করিয়ে দেবেন। জনসভা শেষে শনিবারই তিনি ঢাকায় ফিরে যাবেন।
নিউজওয়ান২৪/জেডএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)