ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

বিএনপির ডাকা জরুরি সংবাদ সম্মেলন বাতিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ৮ অক্টোবর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

জরুরি সংবাদ সম্মেলন বাতিল করেছে বিএনপি। আগামীকাল বেলা ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ সংবাদ সম্মেলন হচ্ছে না বলে জানান।

তিনি জানান, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি কর্তৃক দেশের বর্তমান, সমসাময়িক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল বুধবার (৯ অক্টোবর) দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য জরুরি সংবাদ সম্মেলন অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

নিউজওয়ান২৪.কম/এমজেড

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত