ঢাকা, ১৬ মে, ২০২৫
সর্বশেষ:

বিএনপিকে মুখ ও ড. কামালকে মুখোশ বললেন ইনু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ২৭ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


বিএনপিকে ঐক্যফ্রন্টের মুখ এবং ড. কামাল হোসেনকে মুখোশ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

ইনু বলেন, সুতরাং ড. কামাল হোসেন যদি মনে করেন উনি রাজনীতির ওয়াশিং মেশিন হয়ে বিএনপির সব অপরাধ-দুষ্কর্ম ধুয়ে পরিষ্কার করে দেবেন সেটা ভুল। 

শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন। 

ইনু বলেন, ঐক্যফ্রন্টের সাত দফা দাবির আড়ালে উদ্দেশ্য রয়েছে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি। তারা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে বিএনপি-জামায়াতকে রাজনীতির মাঠে পুনর্বাসন করতে চায়। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত