ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

বাফুফে’র নির্বাচনের তারিখ ঘোষণা

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২০  

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) লোগো

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) লোগো


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

মতিঝিলের বাফুফে ভবনে ওইদিন সাধারণ সভার পাশাপাশি আগামী ৪ বছরের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করবেন কাউন্সিলররা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাফুফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাফুফের এবারের নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এখন পর্যন্ত ঘোষণা দিয়েছেন। বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের পাশাপাশি সভাপতি পদে লড়বেন বর্তমান কমিটির সহ-সভাপতি বাদল রায়।

সভাপতি পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন। যদিও গত দুই বছর ধরে তিনি নির্বাচনের মাঠে ছিলেন।

নিউজওযান২৪.কম/এমজেড

খেলা বিভাগের সর্বাধিক পঠিত