ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

নিউ ইয়র্কে কাদেরের জন্য দোয়া মাহফিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ৪ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

স্থানীয় সময় রোববার প্রচণ্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে দোয়া মাহফিলে যোগ দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জ্যাকসন হাইটসের তিতাস পার্টি হলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে মোনাজাত করেন যুক্তরাষ্ট্র তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমাম মওলানা কাজী কাইয়্যুম। 

এর আগে দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সহসভাপতি আব্দুল কাদের মিয়া ও মাসুদ হুসেন সিরাজী। 

এ সময় নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, সুমন মাহমুদ, সদস্য এটিএম মাসুদ, মোহাম্মদ আলমগীর উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪/ইরু

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত