নান্নু না আতহার: ফারুক সরলে কে হবেন প্রধান নির্বাচক!
স্টাফ রিপোর্টার

তিন সাবেক সতীর্থ নান্নু, আতহার ও ফারুক -ফাইল ফটো
ঢাকা: খবর রটেছে- জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ আর থাকছেন না তার পদে। তার বদলে সেই পদে দেখা যেতে পারে সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক মিনহাজুল আবেদীণ নান্নু বা জাতীয় দলের অপর সাবেক ক্রিকেটার আতহার আলী খানকে। আতহার এখন জনপ্রিয় ধারাভ্যষ্যকারও।
বিসিবিতে প্রধান নির্বাচক নিয়ে এখন যেসব ঘটনা-নাটক চলছে তার কমবেশি ইতোমধ্যে সবারই জানা।
সহজ কথায় বিসিবির পরিকল্পিত দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি ফারুকের পছন্দ নয়। এরকম হলে তিনি পদত্যাগ করবেন- এটা পাক্কা খবর। বিসিবি দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি করার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কারণ, আনুষ্ঠানিক পদত্যাগপত্র না দিলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা জাতীয় দলের সাবেক ক্রিকেটার প্রধান নির্বাচক ফারুক দ্বি-স্তরের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। এসংক্রান্ত খবর ফলাও করে পত্র-পত্রিকা, টিভি এবং অনলাইনে প্রচার পেয়েছে।
এর সমান্তরালে ঢাকায় ফারুক আহমেদের ঘনিষ্ঠ মহলও সম্প্রতি নিশ্চিত করছে বিষয়টি।
ফারুকের সম্ভাব্য পদত্যাগের খবরে বিসিবি প্রকাশ্যে কোনো উত্তেজনা প্রকাশ করছে না। তবে ভেতরে ভেতরে বসেও নেই। তারা বিকল্প প্রধান নির্বাচকের জন্য প্রস্ততিও নিয়ে ফেলেছে।
এর ইঙ্গিত পাওয়া গেছে সোমবার বিসিবি সভাপতি নাজমুল আহসান পাপনের কথায়। বিকেএসপিতে আবাহনী-লিজেন্ডস অফ রূপগঞ্জ ম্যাচে উপস্থিত বিসিবি প্রধান কথা প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, “ফারুককে প্রধান নির্বাচক ধরেই দ্বি-স্তরের নির্বাচক কমিটির রূপরেখা তৈরি হয়েছে। ফারুকই মনোনীত প্রধান নির্বাচক। এখন শোনা যাচ্ছে ফারুক নাকি থাকতে চাচ্ছেন না। সে ক্ষেত্রে কী আর করা!”
এই ‘কী আর করা’টার সরল অর্থই বিসিবি সভাপতি বিকল্প এরই মধ্যে ঠিক করে রেখেছেন- অভিজ্ঞজনের বিশ্লেষণ এমনটাই। বোঝা যাচ্ছে- ফারুক পদত্যাগপত্রের বাউন্সার মারা মাত্রই বিসিবি তা ‘অনুমোদন’ নামক ব্যাটের আলতো ছোঁয়ায় গ্যালারি পার করে দেবে- মানে ফারুক সাবেক হয়ে যাবেন প্রধান নির্বাচক হিসেবে।
এর আগে সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বিসিবি সভাপতি পাপনের সঙ্গে দ্বৈরথে পড়ে ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধানের পদ হারিয়েছিলেন।
পটভূমি যখন এমন তখন স্বাভাবিক প্রশ্ন দেখা দিয়েছে, ফারুক আহমেদ সরে দাঁড়ালে তার স্থলাভিষিক্ত হবেন কে?
সবার কৌতুহল একটাই, ফারুক সরে দাঁড়ালে কে হবেন প্রধান নির্বাচক? মিনহাজুল আবেদিন নান্নু? না নতুন কেউ?
ঢাকার ক্রীড়া সূত্রগুলোর অনেকের মতে, আতহার আলী খানকেই ফারুকের বিকল্প হিসেবে ভাবছে বোর্ড। অর্থাৎ পয়লা পছন্দে আছেন আতহার। তাদের মতে, বিষয়টি ভেতরে ভেতরে একরকম চূড়ান্তই বলা যায়।
প্রসঙ্গত, এর আগে ফারুকের সঙ্গে নির্বাচক কমিটিতে ছিলেন আতহার।
তবে অনেকেই এমনটা মানছেন না। তারা বলছেন, চমকের স্থান বিসিবি। তাই ফারুকের স্থানে বেশিরভাগ যখন আতহারের কথা বলছেন- কাজের ক্ষেত্রে হয়তো দেখা যাবে ফারুক পদত্যাগ করলে নান্নুকেই প্রধান নির্বাচক করা হবে। এমন ভাবনার পেছনে মজবুত আরেকটি ‘কারণ’ আছে। তা হচ্ছে, টাইগারদের সফল কোচ চন্ডিকা হাথুরু সিংহের পছন্দ নান্নুকেই।
তাই আপাতদৃষ্টিতে যখন মনে হচ্ছে বোর্ড প্রধান পাপনের পছন্দের ব্যক্তিই হবেন প্রধান নির্বাচক- বাস্তবে তা না হবার সম্ভাবনাই বেশি। বিসিবি সূত্র জানিয়েছে, দল সাজানো নিয়ে হেড কোচ হাথুরু সিংহের সঙ্গে প্রধান নির্বাচক ফারুকের মতপার্থক্য থেকেই জটিলতার শুরু। এক্ষেত্রে দলের পর পর কয়েকটি সাফল্যের কারণে বিসিবির বিশেষ যত্নে থাকা প্রধান কোচ হাথুরু সিংহের পাল্লাই ভারী হবে- এটাই স্বাভাবিক। তাই হাথুরু নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তনের প্রস্তাব দেন। যদিও এই ফর্মুলা বা পদ্ধতি দুনিয়ার আর কোনো ক্রিকেট বোর্ডে নেই বলে জানান সাবেক ক্রিটোরদের অনেকেই।
এদিকে, হাথুরুর সাজানো ফর্মুলা মেনেই দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক প্রক্রিয়া বাস্তবায়ন করতে যাচ্ছে বিসিবি। জানা গেছে, বিসিবি সভাপতি এই সুযোগে চাচ্ছেন তার পছন্দের ব্যক্তিকে ওই পদে আনতে।
কিন্তু নান্নুকেই বেশি পছন্দ হাথুরুর। তিনি যখন মোহামেডানে খেলতেন তখন অধিনায়ক ছিলেন নান্নুই। সে সূত্রে দুজনের পূর্ব সখ্য রয়েছে এবং তা বেশ গভীর বলেই জানা গেছে।
সুতরাং, ‘শিঁকে’ আতহারের ভাগ্যে নয়, নান্নুর ভাগ্যেই ছেড়ার অপেক্ষায় আছে- এমন মনে করছে এ পক্ষ।
তাদের আরও যুক্তি আছে। তা হলো- আতহার আলী আর ফারুক আহমেদ দুজনের গভীর ‘দোস্তি’ সবার কাছেই পরিচিত। এটা বিসিবিও জানে। এটা জেনেও কি আতহারকে…আর খামাখা খামাখা হাথুরুকে বিমুখ করত যাবে কোন যুক্তিতে! যেখানে মাত্রই তাকে ঠেকানো গেছে অন্যত্র চলে যাওয়া থেকে!
অতএব, ‘দুধ দেয় গরুর লাথিও ভাল’ বিবেচনায় বিসিবি হাথুরুর প্রস্তাবই মেনে নেবে বলে মনে করছে নান্নুপন্থিরা।
তবে এগুলো সবই হচ্ছে কাগজে কলমে বিশ্লেষণের মতো- মাঠের খেলা সেই মতো হয় না প্রায়ই। এখন দেখা যাক ‘মাঠ’ কী বলে?
নিউজওয়ান২৪.কম/আরকে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল