ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

টি-টোয়েন্টিতে লজ্জার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বনিম্ন ইনিংসটি ছিল অস্ট্রেলিয়ার সিডনি থান্ডারের দখলে। গত বছর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ১৫ রানে অলআউট হয়েছিল বিগ ব্যাশের ফ্রাঞ্চাইজিটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ২১ রানে অলআউট হয়েছিল তুরস্ক। ২০১৯ সালে রোমানিয়া কাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল তারা।

তবে এবার সেই লজ্জার রেকর্ড যেন নিজেদের কাঁধেই তুলে নিলেন ব্রিটেনের অন্তর্ভূক্ত দেশ আইল অব ম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে স্পেনের বিপক্ষে মাত্র ১০ রানেই অলআউট হয়ে গেছে আইল অব ম্যান ক্রিকেট দল।

এদিন ৮.৪ ওভার ব্যাট করে তারা অলআউট হয়ে গেছে। রানের খাতা খোলার আগেই দলের ৭ ব্যাটার ফিরেছেন। ইনিংসে কোনো বাউন্ডারিই হাঁকাতে পারেননি আইল অব ম্যান।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দ্বিপাক্ষিক সিরিজের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতে স্পেনের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল আইল অব ম্যান। তবে মোহাম্মদ কামরান আর আতিফ মেহমুদের বোলিং তোপে এত অল্প রানে আটকে দেয় স্পেন।

কামরান হ্যাটট্রিকসহ ৪ রানে ৪টি এবং মেহমুদও নেন ৪টি উইকেট। বাকি দুই উইকেট শিকারি লর্ন বার্নসের।

স্পেনের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১ রানের। কোনো উইকেট না হারিয়ে দুই বলেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে স্পেন। ওপেনার আওয়াইস আহমেদ দুটি ছক্কায় করেন ১২ রান।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ 

খেলা বিভাগের সর্বাধিক পঠিত