ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

জ্বালানি শেষ! ফুটবল দলসহ ৮১ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত, উদ্ধার ৬

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২৯ নভেম্বর ২০১৬   আপডেট: ১২:৫৩, ৩ ডিসেম্বর ২০১৬

উদ্ধার কাজ চলছে। স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ছবি

উদ্ধার কাজ চলছে। স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ছবি

কলম্বিয়ার আকাশে ৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আরোহীদের মধ্যে ব্রাজিলের একটি ক্লাব ফুটবল দলের খেলোয়াড়রা ছিলেন। সর্বশেষ খবর পর্যন্ত আরোহীদের মধ্যে ৬ জনকে জীবীত উদ্ধার করা গেছে বলে জানিয়েছে এনবিটি।

ভাড়া করা বিমানটির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ভয়াবহ এই দুর্গটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।  

আরোহীদের মধ‌্যে ৭২ জন যাত্রী আর ৯ জন ছিলেন ক্রু। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে মেদেলিন শহরতলীর পার্বত‌্য এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

এদিকে, দুর্ঘটনাস্থল কলম্বিয়ার মেদেলিন শহরের মেয়র ফ্রেদেরিকো গুতিয়েরেজ জানান, যাত্রীদের কয়েকজনকে হয়তো জীবিত উদ্ধার করা সম্ভব হবে।

উড়োজাহাজের যাত্রীদের মধ‌্যে ব্রাজিলের শাপোকোয়েনসে ক্লাবের ফুটবলাররা ছিলেন। দক্ষিণ আমেরিকান ক্লাব কাপের ফাইনাল খেলতে ভাড়া করা ওই বিমানে বলিভিয়া থেকে কলম্বিয়ার মেদেলিনে যাচ্ছিলেন তারা।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর দক্ষিণ আমেরিকান ক্লাব কাপের ফাইনাল ম‌্যাচ স্থগিত করা হয়েছে বলে জানায় বিবিসি।

নিউজওয়ান২৪.কম/আরকে

খেলা বিভাগের সর্বাধিক পঠিত