খালেদাকে ছাড়াই নির্বাচনে ঐক্যফ্রন্ট
নিজস্ব প্রতিবেদক
					ছবি: সংগৃহীত
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ থাকলে খালেদাকে ছাড়াই ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নির্বাচনে যাবে বলে কূটনৈতিকদের জানিয়েছেন ফ্রন্টের নেতারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল লেক শোরে ঢাকায় নিযুক্ত বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পরে তারা এ কথা জানান। বৈঠকে থাকা একটি সূত্র নিউজওয়ান২৪-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বৈঠকে বিএনপি চেয়ারপারসনকে ছাড়া ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে কী না এমন প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্ট নেতারা সরাসরি উত্তর দেন, সেটা নয়। নির্বাচনের পরিবেশ থাকলে অবশ্যই যাবো।
সূত্র আরো জানায়, কূটনৈতিকরা জানতে চান জামায়াতের সঙ্গে সম্পর্ক আছে কী না? এ প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন কূটনৈতিকদের জানান, স্বাধীনতার স্বপক্ষের শক্তিদের নিয়েই আমরা জোট করেছি। আর জামায়াতের তো এখন নিবন্ধন নেই।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ নেতা জানান, একজন কূটনৈতিক প্রশ্ন করেছিলেন, তোমাদের প্রধানমন্ত্রী কে হবেন? জবাবে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়, এটা তো যৌথ আন্দোলন। সে কারণে যৌথ আন্দোলনে লিডার তো এভাবে হয় না।
সূত্র আরো জানায়, ঐক্যটা কেনো এবং কোন লক্ষ্য থেকে করা হয়েছে, সে বিষয়গুলো কূটনৈতিকদেরকে অবহিত করা হয়। আর কূটনৈতিকদের পক্ষ থেকে ঐক্যফ্রন্টের কাছে প্রশ্ন ছিলো, ক্ষমতায় গেলে কী কী পরিবর্তন আনবেন? নির্বাচন অংশগ্রহণ করবেন কি না? দফাগুলো মানা হবে কি না এবং প্রধানমন্ত্রী কীভাবে হবে?
এছাড়া কূটনৈতিকদের পক্ষ থেকে বলা হয়, এসব দাবি তো আসলে বিএনপির। তখন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়, যে কাউকে জিজ্ঞাস করুন না কেনো, এমনি কী আপনারা আওয়ামী লীগকেও জিজ্ঞাস করুন, তারা সুষ্ঠু নির্বাচন চায় কি না? তখন তারাও বলবেন, তারা সুষ্ঠু নির্বাচন চান। পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠকের পর বিকেল ৪ টা ২০ মিনিটে কূটনীতিকরা বেরিয়ে যান। তবে এসময় কূটনীতিক বা ঐক্যফ্রন্টের কেউই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। আনুষ্ঠানিক কোনো ব্রিফিংয়ের কথাও জানানো হয়নি।
বৈঠকে কানাডা, জার্মানি, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, চীন, কাতার, ভিয়েতনাম, কোরিয়া, পাকিস্তান, সৌদি আরব, তুরস্কসহ ২৫টিরও বেশি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪/এএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
 - বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
 - এরশাদের এ কেমন অসুখ?
 - এরশাদের ‘তেলেসমাতি খেইল’
 - আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
 - বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
 - কে হবেন প্রধানমন্ত্রী?
 - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
 - ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
 - নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
 - স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
 - এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
 - যেসব তথ্য গোপন করলেন এরশাদ
 - ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
 

	ডেটিং অ্যাপে প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক
	টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের
	চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন
	রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে