কোপায় ফের পেনাল্টি কোপে আর্জেন্টিনা, চিলি আবারও চ্যাম্পিয়ন
খেলা ডেস্ক

আবার যেন একই সিনেমা দ্বিতীয়বার দেখা হলো। তবে রিমেক বা পুনর্নির্মাণজনিত কারণে কাহিনীতে কিছুটা এদিক ওদিক করা হয়েছে- এই যা।
কিন্তু কাহিনীর পরিণতি একই। আর্জেন্টিনার হার। অপরদিকে একই প্রতিপক্ষকে পরাস্ত করে টানা দ্বিতীয় বারের মতো কোপা শিরোপা জিতলো চিলি। তবে এবার তাতে যোগ হয়েছে ‘সর্বজনাব মেসি সাহেবের’ পেনাল্টি মিসের মতো মহা আফসোস!
উভয় পক্ষে বেশ কিছু সুযোগ নষ্টের ধারাবহিকতায় দুই অর্ধের নব্বই মিনিট নিষ্ফলা পার হওয়ার পর অতিরিক্ত তিরিশ মিনিটও যখন গোলহীন কাটে- তখন আসে পেনাল্টি শুট আউট।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে যেন আলগোছে ভর করে গতবারের সান্তিয়াগোর স্বাসরুদ্ধকর উত্তেজনা।
চিলির রাজধানী সান্তিয়োগোর ফাইনালের সেই স্মৃতি আর্জেন্টাইনরা এবার ভুলতে চেয়েছিল। তবে নিশ্চিত বলা যায় আজেণ্টাইন সমর্থকরা তখনই ভড়কে যায়।
তবে পেনাল্টি পর্বের শুরুতেই তাদের আশার আলোয় উজ্জীবিত করেন গোলকিপার রোমেরা। চিলির ভিদালের নেওয়া প্রথম পেনাল্টি শট ঠেকিয়ে দেন তিনি। আর্জেন্টিনা শিবির বিশ্বাস করতে শুরু করলো না- এবারের কাহিনী অন্যরকম লেখা হতে যাচ্ছে।
বিমর্ষ ভিদাল অবনত মস্তকে, চিলির দর্শকরাও হতাশ। কে জানাবে সান্তনা অসাধারণ ফর্মে থাকা এই স্টার খেলোয়াড়কে!
তবে চিলির কেউ না, মনে হলো এই দায়িত্ব কাঁধে তুলে নিলেন বার্সেলোনায় তার সতীর্থ ক্লাবমেট সুপারস্টারদের সুপারস্টার লিওনেল মেসি। ভিদালের শট তো ঝাঁপিয়ে পড়ে রুখেছিলেন রোমেরো। তবে মেসি চিলিয়ান গোলরক্ষক ব্রাভোকে সেই ঝুঁকির মধ্যেও ফেলেননি। তিনি বল মেরেছেন ক্রসবারের বেশ উপর দিয়ে।
এরপরের দুটি পেনাল্টি শটের প্রথমটিতে চিলির নিকোলাস কাস্তি পরাস্ত করেন রোমেরোকে এবং দ্বিতীয়তে আর্জেন্টিনার মাসচেরানোও গোল করেন ব্রাভেঅকে ফাঁকি দিয়ে।
এরপর চিলির আরাগেনস রোমেরোকে নড়তে না দিয়েই বল জালে পাঠান। পরের শটে আগুয়েরো নিচু শটে পরাস্ত করেন চিলিয়ান ক্যাপ্টেন ব্রাভোকে।
চতুর্থ শটে ঠাণ্ডা মাথায় আর্জেন্টিনার জালে বল পাঠান বোশেজু। কিন্তু পরের শটে এবার চমক দেখান ব্রাভো। তিনি বিগলিয়ার শট ঠেকিয়ে দেন। বিগলিয়ার অবশ্য চরম টেনশনে ছিলেন শট নেওয়ার আগে- ঠোঁট শুকিয়ে এসেছিল তার, পরিষ্কার দেখা গেছে টিভি স্ক্রিনে।
এই পর্যায়ে চূড়ান্ত নিষ্পত্তিকারী শটটি হয়ে দাঁড়ায় ফ্রান্সেসকো সিলভার। এই চিলিয়ান রোমেরো এবং আর্জেন্টিানাকে ঠেলে নামিয়ে দেন হতাশার নিকষ অন্ধকারে। তার শট গোললাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে কেঁপে উঠে পুরো মাঠ- যেন কৃষ্ণচূড়ার রঙে রাঙানো চিলিয়ান হর্ষ। মাঠ জুড়ে লালে লাল খুনে লাল ঝিলিক যেন নাচছে আলোর তরঙ্গে। পেনাল্টিতে ৪-২ ব্যাবধানে কোপা আমেরিকা-২০১৬ কাপ জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই।
ওদিকে চিলিতে বয়ে যায় আনন্দের সুনামি। জানা গেছে, এই বিরল আনন্দ-গৌরব উদযাপনের জন্য একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটি।
নিউজওয়ান২৪.কম/একে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল