‘কেরোসিন অবস্থা’ কাটাতে মিলিটারি অ্যাকাডেমিতে ইউনিস খানরা...
খেলা ডেস্ক

শারীরিক সক্ষমতার এক প্রতিযোগিতায় পাকিস্তানি জাতীয় ক্রিকেট দলের সদস্যরা কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) ক্যাডেটদের হারিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, খেলার মাঠে হালে নিজেদের কমে যাওয়া ধারকে ফিরিয়ে আনতে মিলিটারি একাডেমিতে বিশেষ প্রশিক্ষণে ব্যস্ত রয়েছে মিসবাহউল হক বাহিনী।
দুই সপ্তাহব্যাপী ওই ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্প শুরু হয় গত ১৪ মে আর তা শেষ হবে আগামী ২৮ মে। পাকিস্তানি জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস প্রসঙ্গটি প্রায়ই বড় ইস্যু হয়ে দেখা দেয়। বিশ্বের ‘মোস্ট আনপ্রেডিক্টেবল’ এই দলটির হালের ম্যাড়ম্যাড়ে পারফর্মেন্সের জেরে সম্প্রতি বলির পাঁঠা হতে হয়েছে হেড কোচ ওয়াকার ইউনুসকে। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় ক্রিকেটারদের ফিটনেস পাপেই।
সর্বশেষ এশিয়া কাপ টি-টুয়েন্টি আর আইসিসি বিশ্বকাপ টি-টুয়েন্টিতে যাচ্ছে তাই ছিল ওয়ানডেতে একসময়ের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির খেলা। এর ফলে সর্বত্র শুরু হয় সমালোচনা। টালমাটাল অবস্থায় পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এর থেকে পরিত্রাণে সম্ভব সবকিছুই করছে তারা। তবে দল সম্পর্কে বাদপড়া কোচ সাবেক ক্যাপ্টেন ওয়াকারের একটি মূল্যায়নকে আমলে এনেছে বলা যায় পিসিবি। তিনি দলের ‘কেরোসিন’ অবস্থার জন্য দায়ী করেছেন, অসন্তোষজনক ফিটনেসকে। বর্তমান পাকিস্তান দলের বেশিরভাগ খেলোয়াড়ের ফিটনেসই মোটামুটি মানেরও নিচে। সেই সূত্রেই সম্ভবত দলকে মিলিটারি একাডেমির কঠিন পরিবেশ আর ব্যবস্থাপনায় ট্রেনিংয়ে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, শারীরিক সক্ষমতার বিচারে মিলিটারি ক্যাডেটদের কঠোর-কঠিন হিসেবে বিবেচনা করা হয়।
বৃহস্পতিবার ডন.কম জানিয়েছে, মিলিটারি অফিসার ক্যাডেটদের হারানোর আনন্দ ভালভাবেই উদযাপন করেছে ক্রিকেটাররা।
পিসিবি মনে করছে, পিএমএর প্রশিক্ষণ দলকে আসন্ন ইংল্যান্ড ট্যুরে কামিয়াবি এনে দেবে। এই ট্যুরকে সামনে রেখে প্রধান নির্বাচক সাবেক ক্যাপ্টেন ইনজামামুল হক সামরিক প্রশিক্ষণ চলার মাঝেই ফিটননেসের ভিত্তিতে ২১ জনের প্রাথমিক দল বাছাই করে ফেলেছেন।
তবে এই দলে জায়গা হয়নি ফাওয়াদ আলমের যাকে প্রশিক্ষণ ক্যাম্প শুরুর দিকে মনে করা হয়েছিল দলের অন্যতম ফিটেস্ট খেলোয়াড় হিসেবে। তবে দেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট রানের অধিকারী ইউনিস খান ও টেস্ট দলের অধিনায়ক মিসবাহউল হক আছেন সবচেয়ে সক্ষমদের তালিকায়। এই দুই ‘প্রবীণ’ দলের তরুণ সদস্য আলম ও শান মাসুদের মতোই তরতাজা পারফর্মেন্স দেখিয়েছেন।
অপরদিকে, বাদ পড়েন সীমিত ওভারের দলের মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মাকসুদ ও টেস্ট স্পিনার জুলফিকার বাবর। তারা ফিটনেস লেভেলের কাঙ্ক্ষিত মান ছুঁতে পারেননি।
তবে এখানে একটি বিষয় স্মর্তব্য, ২০০৩ সালে আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে অন্যতম স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে শারীরিক সক্ষমতায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলতে গভীর জঙ্গলে নিয়ে সামরিক কায়দায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু ফলাফল তেমন ইতিবাচক হয়নি। অনেকের মতে, সেবার দক্ষিণ আফ্রিকা স্বাভাবিকের চেয়ে খারাপ পারফর্ম করেছিল।
নিউজওয়ান২৪.কম/একে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল