ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি থেকে পিছু হটলো ভারত
স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের ওপর থেকে ৪২মিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি প্রত্যাহার করে নিয়েছে ভারত। ২০১৪ সালে ক্যারিবীয়রা চলমান ট্যুর বাতিল করায় ক্ষুব্ধ ভারত ওই ক্ষতিূরণ দাবি করেছিল। তবে এবারের টি-টুয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রতিশ্রুতি দিয়েছে, আগামী বছর ক্ষতিপূরণ হিসেবে সফরে আসবে তারা।
বিষয়টি খোলাসা করে বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর ক্রিকইনফোকে জানান, সাবেক বোর্ড সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসনের সময়ের ওই ক্ষতিপূরণ দাবির বিষয়টি প্রত্যাহার করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রতিশ্রুত সফর সম্পন্ন করতে রাজি হওয়ায়। আগামী মাসে ওই সফরের বিষয়টি চূড়ান্ত হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের অক্টোবরে ভারত সফরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সিরিজ শেষ না করে মাঝপথেই চলে যায়। ওই সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে আর্থিক বিষয়াদি নিয়ে খেলোয়াড়দের বিরোধ চরমে উঠেছিল। এমনকি এই বিরোধ সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত গড়ায়। একপর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কর্তারা মূল দলের খেলোয়াড়দের হুমকি দেয়- তারা বোর্ডের কথামতো না চললে বিশ্বকাপে তাদের বদলে দ্বিতীয় সারির দল পাঠানো হবে।
তবে শেষপর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মুল দলই ভারতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় এবং ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কাপ জিতে নেয়। একইসঙ্গে একইদিন তাদের নারী ক্রিকেটদলও অস্ট্রেলিয়াকে হারিয়ে নারীদের টি-টুয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল