ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

ঐক্যফ্রন্টের প্রার্থী রাব্বী চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৭, ২০ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

গাইবান্ধা-৩ (পলাশবাড়ি- সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রাব্বী চৌধুরী’র ছোট ভাই বাদশা চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে রাজধানীর বনানীতে নিজ বাসায় অসুস্থতাজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। 

তিনি আরও জানান, রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।  তিনি ৩ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক।

উল্লেখ্য, ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
 

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত