ঢাকা, ১৫ মে, ২০২৫
সর্বশেষ:

ঐক্যফ্রন্টের জনসভা দুপুরে, কী বার্তা দিবে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪১, ৬ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা।

এর আগে সোমবার রাজধানীর ডিএমপি কমিশনার কার্যালয়ে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল অনুমতির জন্য গেলে তাদের লিখিত অনুমতি দেয়া হয়। অনুমতিপত্র পেয়ে প্রতিনিধি দল জনসভাস্থলে পরিদর্শনে করেন।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এদিকে জনসভা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কর্মসূচিতে এমন কিছু ঘোষণা করা হবে যাতে সংলাপের পরিবেশ নষ্ট হয়।

জানা গেছে, সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান শেখ হাসিনা হলেও নির্বাচনে যেতে আপত্তি নেই ঐক্যফ্রন্টের। অন্যদিকে সংসদ না ভেঙে নির্বাচনকালীন সরকারে ঐক্যফ্রন্টকে যুক্ত করতে চাইছে আওয়ামী লীগ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে নির্বাচনের সুযোগ দেয়ার জোর দাবি ফ্রন্টের।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত