এবার প্রবাসী বাংলাদেশিরাও পাবেন জাতীয় পরিচয়পত্র
নিউজ ডেস্ক
ফাইল ফটো
প্রবাসী বাংলাদেশিরাও পেতে যাচ্ছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। প্রধান নির্বাচন কমিশনার (সিআইসি) কে এম নুরুল হুদা জানিয়েছেন, খুব শিগগির প্রবাসীরা বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র যাতে পেতে পারেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র খুবই জরুরি। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে এখন এনআইডি ছাড়া কোনো কাজ করা অসম্ভব। তাই প্রবাসীদের এনআইডি দিতে প্রস্তুত হচ্ছে নির্বাচন কমিশন। এজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। এর ফলে প্রবাসীরা অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করে নিজ নিজ অবস্থানকারী দেশ/অঞ্চলের অনস্যুলেট অফিস বা দূতাবাসে জমা দেবেন।
জেদ্দায় বাংলাদেশ বাংলাদেশ কনসাল জেনারেল আয়োজিত সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের এনআইডি প্রদান বিষয়ক আলোচনা সভায় সম্প্রতি এসব তথ্য জানান সিইসি। জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটরকরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। ব্যাপক পরিসরের ওই অনুষ্ঠান উদ্বোধন করবেন সিইসি।
তিনি জানান, এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দূতাবাস আবেদনকারীর স্থায়ী ঠিকানা অনুযায়ী জেলাভিত্তিক প্রাথমিক তালিকা তৈরি করে পাঠাবে নির্বাচন কমিশনের কাছে। কমিশন জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে আবেদনকারীর স্থায়ী ঠিকানা যাচাই করবে। এরপর আবেদনকারীকে এনআইডি দেয়া হবে। কেএম নুরুল হুদা এসময় বলেন, প্রবাসী ও সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে যাতে করে রোহিঙ্গা বা অন্য কোনো গোষ্ঠীর লোকজন যেন এই সুবিধা অবৈধভাবে গ্রহণ করতে না পারে।
জানা গেছে স্মার্ট এনআইডি কার্ড দিয়ে তারা দেশের নির্বাচনে ভোটও দিতে পারবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, কয়েকটি দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট তৈরির ব্যবস্থা রয়েছে। কিন্তু একই কায়দায় জাতীয় পরিচয়পত্র দেয়া কঠিন। পাসপোর্ট অফিসের ডাটাবেইজ আর নির্বাচন কমিশনের ডাটাবেইজ একই ধরনের নয়। তাই পাসপোর্টের ডাটাবেইজ ব্যবহার করে এনআইডি দেওয়া খুব কঠিন।
তবে খুব শিগগির প্রবাসীদের এনআইডি দেয়ার জন্য দূতাবাস ও কনস্যুলেট জেনারেল কার্যালয়গুলোতে বিশেষ ডেস্ক স্থাপন করা হবে। এই কার্যক্রম সফল করতে ঢাকা থেকে ইসি প্রতিনিধিদল পাঠানো হবে দূতাবাসগুলোতে।
জেদ্দায় বাংলাদেশ বাংলাদেশ কনুস্যুলেটের কনসাল জেনারেল এফএম বোরহানউদ্দিনের সভঅপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে সিইসি নুরুল হুদা ছাড়াও উপস্থিত ছিলেন তার সহধর্মীনি মিসেস হুদা, রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনস্যুলেটের কয়েকজন কর্মকর্তারা, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা এবং প্রবাসী গণমাধ্যমকর্মীরা।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- নিউইয়র্কের রাস্তায়...
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ