ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার প্রস্তাব
স্পোর্টস ডেস্ক
গাজায় দীর্ঘ দুই বছরের সংঘাতের রেশ এবার ইউরোপীয় ফুটবল অঙ্গনেও। নৈতিক অবস্থান ও ন্যায়বিচারের প্রশ্নে সাহসী সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই)—তারা ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার প্রস্তাব আনছে।
শনিবার (৮ নভেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত সভায় এফএআইয়ের সদস্যরা ভোটে এই প্রস্তাব পাস করেন। আইরিশ ক্লাব বোহেমিয়ানসের প্রস্তাবটি পাস হতে প্রয়োজন ছিল সদস্যদের অর্ধেক ভোট, তবে সেটি ‘স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা’ নিয়ে গৃহীত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এফএআই তাদের বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) উয়েফার দুটি মূলনীতির লঙ্ঘন করেছে।
প্রথমত, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি ছাড়াই দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ক্লাব আয়োজন,
দ্বিতীয়ত, বর্ণবাদবিরোধী নীতি কার্যকর করতে ব্যর্থতা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা উয়েফাকে আহ্বান জানাচ্ছি যেন তারা সদস্য দেশগুলোর স্থগিত বা বহিষ্কারের মানদণ্ড প্রকাশ্যে জানায়—যাতে সব সদস্য দেশের ক্ষেত্রে সমান আচরণ নিশ্চিত হয়।”
উয়েফার নির্বাহী কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর, সুইজারল্যান্ডের নিয়নে। সেখানেই আলোচনায় উঠতে পারে আয়ারল্যান্ডের এই প্রস্তাব।
এদিকে ইসরায়েল ১৬ নভেম্বর মলদোভার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে। তারা বর্তমানে গ্রুপে তৃতীয় অবস্থানে আছে, অর্থাৎ সরাসরি বা প্লে-অফ—কোনোটিতেই পরবর্তী বিশ্বকাপে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, গত মাসে উয়েফা ইসরায়েলকে সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব স্থগিত রেখেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত শান্তি আলোচনার পর।
তবে আয়ারল্যান্ডের এই নতুন পদক্ষেপে ইউরোপীয় ফুটবলে রাজনৈতিক ও নৈতিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অনেকের মতে, এটি হতে পারে একটি নজির—যেখানে ফুটবলের ন্যায্যতার মঞ্চে আবারও উঠে আসে মানবতার প্রশ্ন।
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- গেইলের ১৮+
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!

ডেটিং অ্যাপে প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক
দেশের সর্বোচ্চ উঁচু পতাকাস্ট্যান্ডে উড়ল লাল-সবুজের পতাকা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে