ইবি ছাত্রলীগের কার্যক্রম স্থগিত, তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নিয়োগ বাণিজ্যসহ নানা অপকের্মর অভিযোগ উঠেছে ধপায় ধপায়। ছাত্রলীগের ওই দুই নেতার অত্যাচারে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এসব বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে দলীয় কর্মী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্তাব্যক্তি বিভিন্ন সময়ে অভিযোগ করে আসছে।
আর এসব অভিযোগের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
তদন্ত কমিটিকে আগামী ১০ নভেম্বরের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গতকাল রবিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া শাখা কমিটিতে আনীত অভিযোগের ভিত্তিতে কমিটির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। সেই সঙ্গে অধিকতর তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- আল নাহিয়ান খান জয়, মো. শাখিল ভুইয়া ও জাহাঙ্গীর মঞ্জিল পিপাস। এ ছাড়া তদন্ত কমিটিকে আগামী ১০ নভেম্বরের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে ইবি শাখা ছাত্রলীগের বিরুদ্ধে দলীয় কর্মী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্তাব্যক্তি বিভিন্ন সময়ে অভিযোগ করে আসছে। শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ প্রকাশিত হওয়ার ফলে সাংগঠনিক কার্যক্রম স্থগিত এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংসদ।
এছাড়া ইবি ছাত্রলীগের সাধারণ সদস্যরা জানান, সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে থানায়। পুলিশের হাতে মাদকসহ আটক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটিয়েছে তারা।
এই বিষয়ে স্থগিত হওয়া কমিটির সভাপতি শাহিনুর রহমান শাহিন এই প্রতিবেদকে বলেন, এসব অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। বড় ভাই ও স্যারদের কাছ থেকে ৫শ-১ হাজার টাকা চাইলেই যদি চাঁবাজি হয় তাহলে আমার কিছু বলার নেই।
এদিকে সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম কে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
নিউজওয়ান২৪/এমএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)

ডেটিং অ্যাপে প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক
টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের
চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে