ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

আর্জেন্টিনার সুপার লয়াল সাপোর্টাররা এই বিশ্বকাপ ডিজার্ভ করে! 

ইমরান কায়েস

প্রকাশিত: ১৩:৩৪, ১৯ ডিসেম্বর ২০২২  

ম্যারাডোনা যুগের পর, 
দিনের পর দিন
কোন রকম এচিভমেন্ট ছাড়া, 
মোটামুটি মাঝারি মানের একটা ফুটবল দলকে তারা অন্ধের মতন সাপোর্ট করে গেছে! 

সেই সব সাপোর্টারদের জন্য আজ রাত এক অদ্ভুত মায়াবী রাত! 

অভিনন্দন আপনাদের।

ল্যাটিন ফুটবল এখনো বেঁচে আছে, এটা আমার জন্য সবচেয়ে বড় সুসংবাদ! 

সবকিছু ইউরোপের দখলে চলে যায়নি। 
সব কিছু এলিটিস্ট হয়ে যায়নি!

বুয়েন্স আয়ার্সের বস্তির অনেক গল্প এখনো বাকি আছে ফুটবলে,  এখনো সাও পাওলোতে বুট না কিনতে পারা ছেলেটার একটা ছেড়া বলের অহংকার আছে!

মেসি যে মায়ায় বিশ্বকাপে হাত বুলালো,
সে মায়াময় ফুটবল জেগে থাক।

সব কিছু হিসাবের খাতায় না যাক, স্ট্র‍্যাটিজিতে বাধা না পড়ুক।

কিছু ভুল হোক, 
কিছু আবেগ থাক! 

কিছু ভালোবাসা,  ফুটুক ফুল হয়ে!

(ফেসবুক পেজ থেকে)

আরও পড়ুন
অসম্পাদিত বিভাগের সর্বাধিক পঠিত