ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচনী প্রচার শুরু

প্রকাশিত: ০৯:০৫, ১২ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচনী প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভ করবে আজ বুধবার (১২ ডিসেম্বর)। 

বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হবে বলে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্বাচনী প্রচার শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। অনুষ্ঠানে দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনয় শিল্পীরা অংশগ্রহণ করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত