আইনের সম্মান রক্ষার্থে তারেককে ফিরিয়ে আনা প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
আইন-আদালতের সম্মান রক্ষার্থেই তারেক রহমানকে ফিরিয়ে আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, আরেকটি বিষয় হচ্ছে তিনি যদি মনে করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হচ্ছেন তাহলে তো তার নিজে থেকেই দেশে চলে আসা প্রয়োজন। তার সৎ সাহস থাকলে এতদিনে আদালতে এসে আত্মসমর্পণ করতেন।
আজ মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বন্দি বিনিময় না থাকায় তারেক রহমানকে ফেতর পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। এখানে প্রতিহিংসার কোনো বিষয় নেই। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির যেসব মামলা সেগুলো সরকার নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই উদঘাটন করেছে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশের রাজনীতিতে ভয়ের রাজত্ব কায়েম করেছে। ২০১৩, ১৪ ও ১৫ সালে মানুষের ওপর পেট্রোল বোমা মেরেছে বিএনপি। হাজার হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে। নিরীহ মানুষের ওপর, অন্তঃসত্ত্বা নারীর ওপর, স্কুল ফেরত বালকের ওপর, এজতেমা ফেরত মুসল্লির ওপর, ঘুমন্ত ট্রাক ড্রাইভারের ওপর পেট্রোল বোমা মেরেছে।
তিনি বলেন, বিএনপির উচিত ছিল তাকে নেতৃত্ব থেকে বাদ দেওয়া। তারা সেটি করেনি। বরং একজন দুর্নীতিবাজ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিকে সব ধরনের রাজনৈতিক সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। এটা বিএনপির রাজনৈতিক দৈন্যতারই বহিঃপ্রকাশ।
তথমন্ত্রী বলেন, ‘হত্যা-ক্যু’এর মধ্যে দিয়ে জন্ম নেওয়া বিএনপি এখন সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারেনি। বিএনপির নেতৃত্বে দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।
বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের সাথে আন্দোলন কৌশল নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির আন্দোলনের কৌশল নির্ধারণ করতে করতেই ইতোমধ্যে ১০ বছর চলে গেছে। কৌশল নির্ধারণ করতে আর কত দিন লাগে এটাই হলো দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)