ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

অসুস্থ হয়ে হাসপাতালে ইলিয়াসপত্নী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ১৯ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকার ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির বৈঠকে তিনি অসুস্থ হন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, রাত ৯টায় বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির বৈঠক ছিল। সেখানে তাহসিনা রুশদীর লুনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে লুনার চিকিৎসা চলছে।

এর আগে মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে তাহসিনা রুশদীর লুনার করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।

তাহসিনা রুশদীর লুনার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে এই আসনে মহাজোটের প্রার্থী (জাপা) বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত