ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

সদ্যভূমিষ্ঠ শিশুর বয়স যখন ১২ বছর!

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ৪ মার্চ ২০১৬   আপডেট: ১৩:২৩, ১৮ মে ২০১৬

সদ্য ভূমিষ্ঠ এই শিশুটির প্রকৃত বয়স আসলে ১২ বছর! কথাটা চমকে ওঠার মতো হলেও মিথ্যা প্রতিপন্ন করাও কঠিন।

এর কারণ হচ্ছে টেস্টটিউব পদ্ধতিতে জন্ম নেওয়া এই শিশুটির ভ্রুণ নিষিক্ত করা হয় এখন থেকে ১২ বছর আগে। এরপর ওই ভ্রুণকে হিমায়িত করে রাখা হয় দীর্ঘ এক যুগকাল।

গত বুধবার চীনের শাংঝি প্রদেশের টাংডু হাসপাতালে শিশুটির জন্ম হয়। 

সেই হিসেবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘসময়ব্যাপী সংরক্ষণ করে রাখা ভ্রূণজাত মানব শিশু হওয়ার রেকর্ড করেছে সে।

পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম আক্রান্ত এক চাইনিজ নারী ২০০৩ সালে সিদ্ধান্ত নেন তার ডিম্ব থেকে সৃষ্ট ভ্রুণ সংরক্ষণ করে রাখবেন। তিনি গর্ভপাত ও গর্ভধারণ সংক্রান্ত অন্যান্য কিছু জটিলতায় ভুগছিলেন। সেময় চিকিৎসকরা তার ডিম্বের সঙ্গে স্বামীর শুক্র নিষিক্ত করে ১২টি ভ্রূণ পান। সেই ভ্রুণগুলো থেকে বেশ কয়েকটি ভ্রুণ টেস্টটিউব (আইভিএফ) পদ্ধতিতে তার গর্ভে স্থাপন করা হয়। তার থেকে একটি ভ্রুণকে তিনি পরিপূর্ণ সন্তান হিসেবে জন্ম দিতে সক্ষম হন।

বাকি ভ্রুণগুলো হিমায়িত করে রাখা হয়। তখন চীনে একের বেশি সন্তান আইনবিরুদ্ধ ছিল। তবে সম্প্রতি চীন সেই ‘এক পরিবার এক সন্তান’ নীতি থেকে সরে এসেছে। এ সুযোগকে কাজে লাগিয়ে ওই নারী তার দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিলেন এবার।

চায়না ডেইলি জানায়, হিমায়িত ভ্রুণ হিসেবে দীর্ঘ একযুগ টিকে থাকার পর শিশুটি সম্প্রতি ভূমিষ্ঠ হয়েছে।

এ ঘটনা দুনিয়া জুড়ে লাখ লাখ নিঃসন্তান দম্পতির অনেককেই নয়া করে আশার আলো দেখাবে বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। গুগলনিউজ, মেট্রো.সিও.ইউকে, এমিরেটস২৪৭ 

নিউজওয়ান২৪.কম/আরএম

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত