ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ভিন গ্রহের মানুষ আসলে দেখতে কেমন!

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ২৩ অক্টোবর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

ভিন গ্রহের ‘মানুষ’ দেখতে কেমন হবে? তা জানতে রীতিমত কৌতূহলের শেষ নেই বিশ্বের মানুষদের। অবশ্য বিজ্ঞান-কল্প নামের সিনেমায় আমরা দেখতে পেয়েছি ভিনগ্রহের ‘মানুষ’রা দেখতে আকৃতিতে ছোট এবং সবুজ।


গ্রহান্তরে আগন্তুকদের এ ধরনের চেহারা হবে কিনা তা নিয়ে অনেকের সংশয় থাকাই স্বাভাবিক।

বিশ্বের বহির্জীবনের চেহারা কি হবে তা নিয়েও নিশ্চিত কিছু বলার উপায় নেই। তবে, এবার ব্রিটিশ বিজ্ঞানী ড. ম্যাগি অ্যাডরিন-পোকক শুনিয়েছেন একেবারে ভিন্ন কথা। তিনি বলছেন, গ্রহান্তরের জীব দেখতে মোটেও বিজ্ঞান-কল্প সিনেমার সবুজ ছোট্ট ‘মানুষের’ মতো হবে না; বরং তারা হবে দেখতে বিশাল ‘জেলিফিশের’ মত এবং নিচের দিকটা হবে কমলা রঙের।

ব্রিটিশ এ বিজ্ঞানী উপগ্রহ বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি আরও জানিয়েছেন, জেলিফিশের মতো দেখতে হলেও এরা সাগরে বসবাস করবে না বরং বৃহস্পতির মতো কোনও গ্রহের স্থলভাগে থাকবে এবং ভেসে বেড়াবে।

তবে এ ধরনের বহির্জীবনের সঙ্গে মানুষের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করেন এ বিজ্ঞানী। আমাদের নক্ষত্রপুঞ্জ মিল্কিওয়েতেই রয়েছে লক্ষ কোটি গ্রহ। এর মধ্যে হাতে গোণা কয়েকটিতেই জীবন টিকে থাকতে পারবে।

তাই এসব গ্রহের জীবন সম্পর্কে জানা হয়তো কোনদিনই সম্ভব হবে না মানুষের পক্ষে।

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত