ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

শিক্ষা-স্বাস্থ্যে সর্বোচ্চ অগ্রাধিকার

বাজেট ঘোষণা ২ জুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:৫২, ১৭ মে ২০১৬  

ঢাকা: আগামী ২ জুন ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এটি হবে দেশের ৪৬তম বাজেট।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওইদিন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে তৃতীয় বাজেট হবে এটি এবং একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে মুহিতের এটি অষ্টম বাজেট। এছাড়া এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের পরপর দুটি জাতীয় বাজেটও ঘোষণা করেন তিনি।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২ জুন সংসদে আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, চলতি ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০১৬ সালের অর্থবিল উপস্থাপন করা হবে। তবে অর্থবিল পাস হবে ২৯ জুন এবং মঞ্জুরীসহ অন্যান্য দাবি পাস হবে ৩০ জুন। এর আগে প্রস্তাবিত বাজেটের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী মুহিত সমাপনী বক্তব্য দেবেন।

শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪১ হাজার ৯শ ১০ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, মোট দেশজ উৎপাদন জিডিপিতে প্রবৃদ্ধি ধরা হচ্ছে ৭ দশমিক ২ শতাংশ।

এছাড়াও পরিকল্পিত ওই বাজেটে বছরব্যাপি মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে উঠানামা করার আভাস রয়েছে। এছাড়া এডিপিতে বরাদ্দের বড় অংশ দৃশ্যমান হবে মেগা প্রকল্পগুলোতে।


নিউজওয়ান২৪.কম/এসএল

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত