ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

অষ্টম শ্রেণী পাশেই ডাক্তার!

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর

প্রকাশিত: ০৯:৪০, ৩০ অক্টোবর ২০১৭  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নামে বেনামে বাহারি ডিগ্রী ব্যাবহার করে দেশে এখন ভুয়া ডাক্তারের ছড়াছড়ি। ঠিক তেমনি একজন কোম্পানীঞ্জ ইউনাইটেড হাসপাতালের মেডিসিন, চর্ম, যৌন ও কসমেটিকস্ বিশেষজ্ঞ ডাক্তার এস এম জামান চৌধুরী। তিনি অষ্টম শ্রেণী পাশ হওয়া সত্তেও তার সাইনর্বোডে ব্যাবহার করেছেন বিভিন্ন ডিগ্রী।

তিনি নিজেকে এতদিন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক্স কনসালটেন্ট এবং ল্যাব এইড হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হিসেবে দাবি করে এসেছেন।

বাস্তবে অষ্টম শ্রেণী পাশ হলেও তিনি এমবিবিএস, বি.সি.এস, এমডি, ডি.ডি.ভি, সিএ ডারমাটোলজী ডিগ্রী ব্যবহার করে প্রতারনা করে আসছিলেন।



পুলিশ তাকে গ্রেফতার করেছে।



প্রসঙ্গত, দেশে এখন বিভিন্ন নামের বাহারি ডিগ্রি ব্যবহার করে চকচকে সাইনবোর্ড সেঁটে নিরীহ ও সাধারণ রোগীদের প্রতারিত করে আসছে কিছু ভূয়া ডিগ্রীধারী ডাক্তাররা। ফলে জনস্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক চরম অরাজকতা বিরাজ করছে।

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত