NewsOne24

নিউজিল্যান্ডের হোয়াংগুই নদী পেল মানুষের সমান অধিকার!

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১৭ মার্চ ২০১৭ শুক্রবার

বিশ্বে প্রথমবারের মতো মানুষের সমান আইনগত অধিকার দেয়া হচ্ছে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের হোয়াংগুই নদীকে স্বীকৃতি। বুধবার দেশটির সংসদে এ বিল পাস হয়েছে।

বিলে হোয়াংগুই নদীকে জীবিত সত্তা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকা জানায়, সংসদের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি এক আইনি লড়াইয়ের অবসান ঘটল।

নিউজিল্যান্ডের প্রধান জাতিসত্তা মাওরিরা হোয়াংগুই নদীকে অত্যন্ত সম্মানের চোখে দেখে থাকেন। তবে এখন থেকে এ নদীর স্বার্থ দেখার দায়িত্ব দু’জন মানুষের ওপর বর্তাচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

নিউজিল্যান্ডের মন্ত্রিসভার সদস্য ক্রিস ফিনলেসন বলেন, মাওরি সম্প্রদায় এ অধিকারটুকুর জন্য ১৪০ বছর ধরে লড়াই করেছে।

আমি জানি, একটা প্রাকৃতিক সম্পদকে আইনগত অধিকার দেয়ার ঘটনা অনেকের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে।

নিউজওয়ান২৪.কম