NewsOne24

‘ডাবল হ্যাটট্রিক’ করে মালিঙ্গার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:০৮ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

লঙ্কান পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গা -ছবি: সংগৃহীত

লঙ্কান পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গা -ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আরো একবার ‘ডাবল হ্যাটট্রিক’ উপহার দিলেন লঙ্কান পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গা।

ক্যারিয়ারের শেষ সময় এসে মালিঙ্গার ফর্ম যেন রয়ে গেছে ঠিক আগের মতোই। যদিও ফিটনেস সেভাবে ধরে রাখতে পারছেন না, তার পেটে মেদ জমেছে। তার পরেও টানা চার বলে চার উইকেট। যাকে বলা হয় ‘ডাবল হ্যাটট্রিক’।

আর মালিঙ্গার অবশ্য এমন কীর্তি আগে ছিল ওয়ানডেতে। ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন মালিঙ্গা। তবে সেটা ছিল দুই ওভারে। এবার সেই একইরকম কীর্তি দেখালেন ক্রিকেটের সবচেয়ে ছোট ফরমেট টি-টোয়েন্টিতে।

নিউজওয়ান২৪.কম/এমজেড