NewsOne24

অধ্যাপক মোজাফফরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার

ফাইল ফটো

ফাইল ফটো

প্রবীণ রাজনৈতিক নেতা ও ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ একাংশের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস।

শুক্রবার (২৩ আগস্ট) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অধ্যাপক মোজাফফর আহমদের ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, দেশের প্রগতিশীল রাজনীতিতে মোজাফফর আহমদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

নিউজওয়ান২৪.কম/আ.রাফি