ফেসবুক স্ট্যাটাস: পাকিস্তানে শিয়া যুবকের ১৩ বছর দণ্ড
বিলাতি নিউজ
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১০:২৩ এএম, ৪ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ১০:৪১ পিএম, ৪ মার্চ ২০১৬ শুক্রবার

প্রতীকি চিত্র
পাকিস্তানে রিজওয়ান হায়দার (২৫) নামে এক শিয়া যুবককে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দেশটির সন্ত্রাস বিরোধী আদালত তাকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর দায়ে অভিযুক্ত করে এ দণ্ড দেয়।
পাবলিক প্রসিকিউটর আদিল চাট্টাহ জানান, শিয়া মুসলিম রিজওয়ান গত জানুয়ারিতে ফেসবুকে সুন্নি মুসলিমদের ধর্মবিশ্বাসে আঘাত হানে এমন বিষয়বস্তু পোস্ট করেন। একই কারণে রিজওয়ানকে আড়াই লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়।
তবে তার আইনজীবী শামিম জাইদি বলেন, রিজওয়ান শুধু ওই বক্তব্যে ‘লাইক’ দিয়েছিলেন তিনি নিজে তা পোস্ট করেননি তার ফেসবুক পেজ-এ।
প্রসঙ্গত ২০১৪ সালের ডিসেম্বরে পেশওয়ারে এক স্কুলে তালেবান হামলায় ১৫৩ জন নিহত হয় যার অধিকাংশই শিশু। এ ঘটনার পর থেকে পাকিস্তান চরমপন্থার বিরুদ্ধে ব্যাপক তৎপরতা শুরু করে এবং কঠোর করা হয় ঘৃণাজনিত অপরাধ আইন। এরই সূত্র ধরে সাম্প্রতিক মাসগুলোতে ইসলামাবাদ সরকার অনেক মোল্লাকে গ্রেফতার করেছে যাদের অধিকাংশই চরমপন্থি সুন্নি মুসলিম গ্রুপগুলোর নেতৃত্ব দিয়ে থাকে। তবে রিজওয়ানের ঘটনা এসবের মধ্যে গুটিকয় বিচ্ছিন্ন ঘটনার একটি যেখানে কোনো শিয়া মুসলমানকে দণ্ড দেয়া হলো।
এর আগে ২০১৫ সালের নভেম্বরে সামাজিক যোযেগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্ভেষ ছড়ানোর অভিযোগে অপর এক শিয়া মুসলিমকেও ১৩ বছরের দণ্ড দেয়া হয়েছিল। মানবাধিকার গ্রুপগুলো এ ধরনের রায়কে ‘মারাত্মকভাবে উদ্বেগজনক’ বলে প্রতিবাদ জানায়।
১৯৮০ এর দশক থেকে পাকিস্তনে সাম্প্রদায়িক সংঘাত চরম আকার ধারণ করে। এ পর্যন্ত এর বলি হয়েছে হাজার হাজার মানুষ। বেশিরভাগ সন্ত্রাসী হামলার শিকার হয়ে থাকে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়। পাকিস্তানি জনসংখ্যার ২০ শতাংশ হচ্ছে শিয়া মতাবলম্বী।
নিউজওয়ান২৪.কম/আরএ